সরদার বংশের ইতিহাস (১ম পর্ব)
      দ্বীন মোহাম্মদ   অষ্টদশ শতাব্দীর শেষের দিকে অর্থাৎ ১৭৯৩-৯৫ সালের কোনো এক সময় আমাদের রক্ত ধারার পরম পুরুষ দ্বীন মোহাম্মদ পাবনার জমিদারের নির্দেশে সাবেক পাবনা জেলার সিরাজগঞ্জ থেকে এখানে জোতদার হিসেবে এসে বসবাস শুরু করেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ন ছিলেন। তার চরিত্রে সৎ ও নিষ্ঠাবানের পরিচয় ছিল। তিনি সপরিবারে এখানে এসে বসবাস শুরু করেন। তখন এ গ্রামে কোনো জনবসতি ছিল না বলে উল্লেখ পাওয়া যায়।   তিনি গাইবান্ধার তুলশিঘাটের বড় মহানন্দপুর গ্রামের আদি বাসিন্দা। তিনি জমিদারের প্রায় তিনশ একর জমির জোতদার হিসেবে এখানে আসেন। তিনি বেশিদিন জীবিত ছিলেন না। অল্প বয়সে (আনুমানিক ৪০-৪২) বছর বয়সেই মারা যান। এসময় তার জোতদারীর দায়িত্ব পড়ে তার ছেলে কিয়াম উদ্দিনের ওপর।     কিয়াম উদ্দিন সরদার   উনবিংশ শতাব্দীর প্রথম দিকেই পিতার পরিত্যক্ত সবকিছুর দায় দায়িত্ব কিয়াম উদ্দিন দ্বায়িত্ব গ্রহণ করে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেন। তার আমলেই প্রজাবসতী বৃদ্ধিসহ প্রজা সংখ্যা বেড়ে যায় এবং জমিদারের কাঙ্খিত খাজনা তিনি পরিশোধে তিনি সক্ষম হন। ফলে জমিদার তার উপর সন্তুষ্ট হয়ে তাকে সরদার উপাধিতে ভূষিত করেন। সেই থেক...

 
Comments
Post a Comment